Sajna Lagena

Sajna Lagena :

ধরা দিল কেউ অল্প চাওয়াতে,

উড়ে গেল কিছু গল্প হাওয়াতে।

ধরা দিল কেউ অল্প চাওয়াতে

উড়ে গেল কিছু গল্প হাওয়াতে

অকারনে আমি অল্প আঘাতে

হচ্ছি অভিমানি।

কাঁচা-মিঠে আলো নাম কি জানি তার

বড় অগোছালো কাটছে দিন আমার

বেজে ওঠে মনে পিয়ানো গিটার

হালকা ঘুমপাড়ানি।

সে তো জল্পনাতে, কল্পনাতে

থাকছে জড়িয়ে

আর একলা রাতের আস্কারাতেও

রাখছে জড়িয়ে।

সাজনা লাগেনা অব আঁখিয়া তোরে বিন

সাজনা কাটেনা অব রাতিয়া তোরে বিন (x2)

জোনাকি, শুনছো নাকি

ওই জ্বলে নিভে বলে যায়

ডানাতে কেন মন খারাপ

লিখে পাঠিয়েছি তোমার পাড়ায় (x2)

বলি বৃষ্টি দিনের অলক্ষুনে

ঝোড়ো হাওয়াকে

আর লালচে রাতের আসকারাতে

ভিজতে চাওয়াকে

সাজনা লাগেনা অব আঁখিয়া তোরে বিন

সাজনা কাটেনা অব রাতিয়া তোরে বিন (x2)

বালিশে, নেলপালিশ

ওই দাগেরা কেটেছে নাম

মনেতে তাও মন খারাপ

নিয়ে তারই তো হয়ে গেলাম (x2)

সে তো জল্পনাতে, কল্পনাতে

থাকছে জড়িয়ে

আর একলা রাতের আস্কারাতেও

রাখছে জড়িয়ে।

ধরা দিল কেউ অল্প চাওয়াতে

উড়ে গেল কিছু গল্প হাওয়াতে

অকারনে আমি অল্প আঘাতে

হচ্ছি অভিমানি।

কাঁচা-মিঠে আলো নাম কি জানি তার

বড় অগোছালো কাটছে দিন আমার

বেজে ওঠে মনে পিয়ানো গিটার

হালকা ঘুমপাড়ানি।

সে তো জল্পনাতে, কল্পনাতে

থাকছে জড়িয়ে

আর একলা রাতের আস্কারাতেও

রাখছে জড়িয়ে।

সাজনা লাগেনা অব আঁখিয়া তোরে বিন

সাজনা কাটেনা অব রাতিয়া তোরে বিন (x2)

Dhora dilo keu alpo chawate

Ure gelo kichhu golpo hawate

Akarone ami olpo aghate hochchi abhimani

Kancha-mithe aalo nam ki jani tar

Boro agochalo kaatche din aamar

Beje othe mone piano-guitar

halka ghum-parani

Seto jolpona-te, kolpona-te thakche joriye

Tar ekla rate ashkarate-o rakhche joriye..

Sajna lagena ab ankhiyan tore bin

Sajna katena ab raatiyan tore bin

Jonaki shunchho naki oi jwole nibhe bole jaay

Dana-te keno mon kharap

likhe pathiyeche tomar paaray

Mone brishti dine alokkhune jhoro hawa-ke

Ar laalche rater ashkarate bhijte chawa-ke..

Leave a Comment