পূবাল হাওয়া যাওরে বইয়া মদিনার কূলে লিরিক্স | Pubal howa boyre lyrics

পূবাল হাওয়া যাওরে বইয়া মদিনার কূলে লিরিক্স

Pubal howa boyre lyrics

পূবাল হাওয়া যাওরে বইয়া মদিনার কূলে ||

এই অভাগার ছালাম কইও নবীর দেখা পেলে।

পূ্বাল হাওয়া পশ্চিমে যাও মদিনা প্রান্তরে

আমার যাওয়ার কথা ছিল দেখব বলে তারে

সে আশা মোর বৃথা হল, পইড়া মায়া জালে।

আশার কূলে বসে কান্দি কর্মে ছিল লেখা

উইড়া

উইড়া যাইয়া করব দেখা, বিধি দেয় নাই পাখা

দিলে পাখা করতাম দেখা যথা সে রাছুল

এইখানে না হইলে দেখা, পাব কি সেইখানে

দিবা নিশি ঐ ভাবনা রইল আমার মনে

রজ্জব কয় সকল সময় পাই যেন ডাকিলে

প্রাণ সখিরে ঐ শোন কদম্বতলে বাঁশি বাজায় কে

প্রাণ সখিরে

ঐ শোন কদম্বতলে বাঁশি বাজায় কে।

বাঁশি বাজায় কে রে সখি, বাঁশি বাজায় কে ॥

এগো নাম ধরিয়া বাজায় বাঁশি, তারে আনিয়া দে।

অষ্ট আঙ্গুল বাঁশের বাঁশি, মধ্যে মধ্যে ছেদা

নাম ধরিয়া বাজায় বাঁশি, কলঙ্কিনী রাধা ॥

কোন বা ঝাড়ের বাঁশের বাঁশি, ঝাড়ের লাগাল পাই।

জড়ে পেড়ে উগরাইয়া, সায়রে ভাসাই ॥

ভাইবে রাধারমণ বলে, শুন গো ধনি রাই।

জলে গেলে হবে দেখা, ঠাকুর কানাই ॥

Leave a Comment