প্রভাতে যাঁরে নন্দে পাখি লিরিক্স | Probathe jare nonde lyrics

প্রভাতে যাঁরে নন্দে পাখি লিরিক্স

Probathe jare nonde lyrics

প্রভাতে যাঁরে নন্দে পাখি

কেমনে বলো তাঁরে ডাকি?

কোন ভরসায় তাঁহারে মাগি।

কুসুম লয়ে গন্ধ বরণ,

নিতি নিতি যাঁরে করিছে বরণ,

এ কন্টক-বনে কি করি চয়ন,

কোন ফুলে বলো সে পদ ঢাকি।

নিশার আঁধারে ডাকিব তোমারে,

যখন গাবে না পাখি,

কন্টক দিব চরণে যবে

কুসুম-মুদিবে আঁখি,

হেন পূজা যদি নাহি লাগে ভালো

কেন তুমি মোরে করিলে কাঙাল?

বলো হে হরি, আর কতকাল

সুদিনের লাগি রহিব জাগি?

বধূ এমন বাদলে তুমি কোথা

বধূ এমন বাদলে তুমি কোথা?

আজি পড়িছে মনে মম কত কথা।

গিয়াছে রবি শশী গগন ছাড়ি,

বরষে বরষা বিরহ-বারি;

আজিকে মন চায় জানাতে তোমায়

হৃদয়ে হৃদয়ে শত ব্যথা।

দমকে দামিনী বিকট হাসে;

গরজে ঘন ঘন, মরি যে ত্রাসে।

এমন দিনে হায়, ভয় নিবারি,

কাহার বাহু ‘পরে রাখি মাথা।।

তাল : তেওড়া

Leave a Comment