Pindare polasher bon lyrics | পিন্দাড়ে পলাশের বন পালাব পালাব মন

Pindare polasher bon lyrics

পিন্দাড়ে পলাশের বন পালাব পালাব মন

পিন্দাড়ে পলাশের বন পালাব পালাব মন

নেংটি ইন্দুরে ঢোল কাটে হে কাটে হে

বতরে পিরিতির ফুল ফুটে হে

আলতা সিন্দুরে রাঙা, বিহা ছেড়ে করব সাঙা

দেখি কেমনে কিনা কাইটে হে কাটে হে

বতরে পিরিতির ফুল ফুটে হে

হামার বঁধু রাইত কানা, বাড়িহির পথে আনাগোনা

ভিনসরাই উঠে ধান কুটে হে কাটে হে

বতরে পিরিতির ফুল ফুটে হে

পিরিত ও মধুর পিরিত প্রেম করা কি সহজ ব্যাপার

পিরিত ও মধুর পিরিত…

প্রেম করা কি সহজ ব্যাপার

তুমি ধর গুরুর সঙ্গ, তোমার পাপে ভরা অঙ্গ

ভিতর বাহির আগে কর পরিষ্কার।।

লইলে গুরুর মন্ত্রণা, দূরে যাবে যন্ত্রণা

এই দেহের আবর্জনা থাকবে না রে আর।

যেমন পোদ্দারে সোনা পিটাইয়া, আগুনে পোড়াইয়া

কি সুন্দর করিয়া দেখ বানায় অলংকার।

দুধে মাখন থাকে, কেউ নাহি দেখে

মন্থনের পাকে ভাসে সাড়াম্বার।

কৌশলে না জানিলে, কি হইবে ঘুরাইলে

বিফলে যাইবে জনম তোমার।।

ষড়চক্র পঞ্চবান, জ্ঞান সূতে এঁটে বান

প্রণয় সূঁতে টেনে আন, হইয়া তাবেদার।

মায়া নদীর জলে ডুবিও কৌশলে

যেন কাপড় না ভিজে, থাকিও হুশিয়ার।।

কাম-ক্রোধ-লোভ-আদি, হিংসা-নিন্দা-ভয় ইত্যাদি

এই সব ছাড়তে পারো যদি মনরে আমার।

বিরহী উকিলে কয়, থাকিতে সময়

করহে সঞ্চয়, দিন যায় আমার।।

পিরিতে কইরাছে কলংকিনি

পিরিতে কইরাছে কলংকিনি সজনিগো

পিরিতে কইরাছে কলংকিনি।।

( সজনি গো )

কারেবা বলিবো কি যেদিকে ঘুরাই আখিঁ

খাচার পাখি মারে উকি ঝুকি।

আমি আর কত ছাপাইয়া রাখি গো

আমার সাধের যৌবন খানি।।

আমায় ছেরে মথুরায়, কার ঘরে সে রাত কাটায়,

কে এমন সুন্দর গোয়ালিনি।

সেকি আমার মত কুলো বধু গো

নাকি নইদা কুল নাসিনি।।

ভংগ করে রংগের খেলা কেউ যাবিনা কদম তলা,

কেউ সুনবিনা কালার বাসির ধ্বনি।

আমি গানে গানে বলে গেলাম গো

মাতাল রাজ্জাকের কাহিনি।।

Leave a Comment