অভয় চরণ সব লুটালে লিরিক্স
Ovoy coron sob loytoy lyrics
অভয় চরণ সব লুটালে।
কিছু রাখলে না মা তনয় বলে।।
দাতার কন্যা দাতা দিলে, শিখেছিলে মা বাপের কুলে।
তোমার পিতামাতা যেম্নি দাতা, তেম্নি দাতা কি আমায় হ’লে।।
ভাঁড়ার জিম্মা যাঁর কাছে মা, সে জন তোমার পদতলে।
সদা ভাঙ খেয়ে সে মত্ত ভোলা, তুষ্ট কেবল বিল্বদলে।।
মা হোয়ে মা জন্মে জন্মে, কত দুঃখ আমায় দিলে।
প্রসাদ বলে এবার মোলে, ডাকবো সর্বনাশী ব’লে।।