অকলঙ্ক শশীমুখী, সুধাপানে সদা সুখী লিরিক্স | Oklonk sisimuk lyrics

অকলঙ্ক শশীমুখী, সুধাপানে সদা সুখী লিরিক্স

Oklonk sisimuk lyrics

 

অকলঙ্ক শশীমুখী, সুধাপানে সদা সুখী,

তনু তনু নিরখি অতনু চমকে।

না ভাব বিরূপ ভূপ, যাঁরে ভাব ব্রহ্মরূপ,

পদতলে শবরূপ, বামা রণে কে॥

শিশুশশধরধরা, সুহাস মধুরাধরা,

প্রাণ ভরা ভার, ধরা আলো করেছে।

চিত্তে বিবেচনা কর, নিশাকর দিবাকর,

বৈশ্বানর নেত্রবর কর ঝলকে॥

রামা অগ্রগণ্যা, বটে ধন্যা কার কন্যা,

কিবা অন্বেষণে রণে এসেছে।

সঙ্গে কি বিকৃতিগুলা, নখ কুলা দন্ত মূলা,

এলো চুলা গায় ধূলা ভয় করে হে॥

কবি রামপ্রসাদ ভাষে, রক্ষা কর নিজ দাসে,

যে জন একান্তে ত্রাসে, মা বলেছে।

তার অপরাধ ক্ষমা, যদি না করিবে শ্যামা,

তবে গো তোমায় উমা, মা বলিবে কে॥

Leave a Comment