ওগো দুঃখ সুখের সাথী লিরিক্স | Oggo dukko suker lyrics

ওগো দুঃখ সুখের সাথী লিরিক্স

Oggo dukko suker lyrics

ওগো দুঃখ সুখের সাথী, সঙ্গী দিন রাতি সঙ্গীত মোর;

তুমি ভবমরুপ্রান্তর মাঝে শীতল শান্তির লোর।।

বন্ধুহীনের তুমি বন্ধু, তাপিতজনের সুধাসিন্ধু;

বিরহ আঁধারে তুমি ইন্দু, নির্জনজনচিত চোর।

দীন হীন পথচারী, সম্বল হে তুমি তারি;

সম্পদে উৎসবে জনমনোহারী-সর্বতরে তব্ ক্রোড়।

তব ও পরশ যবে লাগে, সুপ্তস্মৃতি কত জাগে;

বিস্মৃত কত অনুরাগে রাঙে এ হৃদয়মন মোর।

যাহা বাক্য কহিতে নাহি জানে, অন্তরে কহ তাই তানে;

মুক্ত কর তুমি;ছিন্ন কর গানে-বন্ধন কঠিন কঠোর।

গীতমুখর তরুডালে তব প্রেম অমৃত ঢালে

পুষ্প দোলে তব তালে, অম্বরে নাচে চকোর।

ভক্তকন্ঠে তুমি ভক্তি, বীরকরে নব শক্তি,

সুর নর কিন্নর, বিশ্ব চরাচর তব্ মোহনমন্ত্র বিভোর।।

Categories:ভক্তিগীতি

Leave a Comment