নোঙর তোল তোল সময় যে হোল হোল লিরিক্স Nongor tel tel lyrics

নোঙর তোল তোল সময় যে হোল হোল লিরিক্স

Nongor tel tel lyrics

নোঙর তোল তোল সময় যে হোল হোল

হাওয়ার বুকে নৌকা এবার

জোয়ারে ভাসিয়ে দাও

শক্ত মুঠির বাঁধনে বজরা বাঁধিয়া নাও

সম্মুখে এবার দৃষ্টি তোমার পেছনের কথা ভোল

দূর দিগন্তে সূর্য রথে

দৃষ্টি রেখেছে স্থির

সবুজ আশার স্বপ্নেরা আজ

নয়নে করেছে ভিড়

হৃদয়ে তোমার মুক্তি আলো

আলোর দুয়ার খোলো।

কথাঃ নইম গহর

সুরঃ সমর দাস

Leave a Comment