নারী হয় লজ্জাতে লাল লিরিক্স | Nari hoy lojjate lal layrics

নারী হয় লজ্জাতে লাল লিরিক্স

Nari hoy lojjate lal layrics

নারী হয় লজ্জাতে লাল

ফাল্গুনে লাল শিমূল বন

এ কোন রঙে রঙিন হলো

বাউল মন মন রে।।

চল সুন্দর শরৎ কালে

ফুল বসন্ত কালে

প্রেমের খেলা জমে ভালো যৌবনে সই লো…

ফাগুনের মাতাল হাওয়ায়

মাতাল হইয়াছে মন।।

চাঁদ ডুবেছে নদীর জলে

ভ্রোমরা ফুলে ফুলে

আমার প্রাণ বন্ধু কেন বোঝে না সই লো…

রূপ যেন তার মাতাল হাওয়া

চোখ যেন তার গহীন বন।।

 

Leave a Comment