মন তুমি খোঁজ যারে অতি দূরে সে যে তোমার আপন ঘরে লিরিক্স | Mon toi kuje jare lyrics

মন তুমি খোঁজ যারে অতি দূরে সে যে তোমার আপন ঘরে লিরিক্স

Mon toi kuje jare lyrics

মন তুমি খোঁজ যারে অতি দূরে সে যে তোমার আপন ঘরে ||

জ্বাললে পরে জ্ঞানের আলো দেখবে ভালো,বিরাজে আদম শহরে

নাইকো মক্কা নাই মদিনা, মন্দির, কি মসজিদ ঘরে খোঁজ যদি পাহার নদী, নিররবধি, বোগদাদে কা যাও আজমীরে

নাই সে ঢাকা নারায়ণগঞ্জ, ময়মনসিংহ -ফরিদপুরে

নাইকো সিলেট সে নাই দার্জিলিং -বাজেবুস্তান মাইজবান্ডারে

নেপাল -ভুটান নাই আমেরিকান -জার্মান, জাপান নাই মিশরে

দেহের দশ দরজায় দিলে চাবি খোঁজলে পাবি,আপন ঘর দেহ মন্দিরে।

রজ্জব বলে মনরে বাদী পাবে যদি, তালাশ কর আদম শহরে

কুলুবিন মোমেনীন আরশে আল্লাহ, বলছেন মাওলা দেখে নাও কোরান মাঝারে।

Leave a Comment