Megher Kole Rod Heseche Song Lyrics In Bengali :
মেঘের কোলে রোদ হেসেছে,
বাদল গেছে টুটি, আহা, হাহা, হা।
আজ আমাদের ছুটি ও ভাই,
আজ আমাদের ছুটি, আহা, হাহা, হা।
মেঘের কোলে রোদ হেসেছে,
বাদল গেছে টুটি, আহা, হাহা, হা।
কী করি আজ ভেবে না পাই
পথ হারিয়ে কোন বনে যাই,
কোন মাঠে যে ছুটে বেড়াই
সকল ছেলে জুটি, আহা, হাহা, হা।
মেঘের কোলে রোদ হেসেছে,
বাদল গেছে টুটি, আহা, হাহা, হা।
কেয়া পাতার নৌকো গড়ে
সাজিয়ে দেবো ফুলে,
তালদিঘিতে ভাসিয়ে দেবো
চলবে দুলে দুলে।
রাখাল ছেলের সঙ্গে ধেনু
চরাবো আজ বাজিয়ে বেনু,
রাখাল ছেলের সঙ্গে ধেনু
চরাব আজ বাজিয়ে বেনু,
মাখবো গায়ে ফুলের রেণু
চাঁপার বনে লুটি, আহা, হাহা, হা।
মেঘের কোলে রোদ হেসেছে,
বাদল গেছে টুটি, আহা, হাহা, হা।
আজ আমাদের ছুটি ও ভাই,
আজ আমাদের ছুটি, আহা, হাহা, হা।
মেঘের কোলে রোদ হেসেছে,
বাদল গেছে টুটি, আহা, হাহা, হা।
মেঘের কোলে রোদ হেসেছে লিরিক্স রবীন্দ্রসঙ্গীত :
Megher Kole Rod Heseche,
Baadol Geche Ttuti
Aaj Aamaader Chuti O Bhaai
Aaj Aamaader Chutti
Ki Kori Aaj Bhebe Naa Pai
Path Haariye Kon Bone Jai
Kon Maathey Je Chute Berrai
Sokol Chele Juti
Keya patar Nauko Gore
Sajiye Debo Phule
Taaldighite Bhashiye Debo
Cholbe Dule Dule