মায়ের মূর্তি গড়াতে চাই লিরিক্স | Mayer morti gorte chi lyrics

মায়ের মূর্তি গড়াতে চাই লিরিক্স

Mayer morti gorte chi lyrics

মায়ের মূর্তি গড়াতে চাই, মনের ভ্রমে মাটি দিয়ে |

মা বেটি কি মাটির মেয়ে, মিছে খাটি মাটি নিয়ে ||

করে অসি মুণ্ডমালা, সে মা-টি কি মাটির বালা,

মাটিতে কি মনের জ্বালা দিতে পারে নিভাইয়ে?

শুনেছি মার বরণ কালো, সে কালোতে ভূবন আলো,

মায়ের মত হয় কি কালো, মাটিতে রং মাখাইয়ে?

মায়ের আছে তিনটি নয়ন, চ্ন্দ্র সূর্য আর হুতাশন,

কোন্ কারিগর আছে এমন, দিবে একটি নিরমিয়ে?

অবিনাশনাশিনী কালী, সে কি মাটি খড়বিচালি?

সে ঘুচাবে মনের কালি, প্রসাদে কালী দেখাইয়ে ||

মায়ের এম্নি বিচার বটে

প্রসাদী – একতালা

মায়ের এম্নি বিচার বটে।

যেজন দিবানিশি দুর্গা বলে, তার কপালে বিপদ ঘটে॥

হুজুরেতে আরজি দিয়ে মা, দাঁড়িয়ে আছি করপুটে।

কবে আদালতে শুনানি হবে মা, নিস্তার পাব এ সঙ্কটে॥

সওয়াল-জবাব করব কি মা, বুদ্ধি নাইকো আমার ঘটে।

ওমা ভরসা কেবল শিববাক্য ঐক্য বেদাগমে রটে॥

প্রসাদ বলে শমনভয়ে মা, ইচ্ছে হয় পালাই ছুটে।

যেন অন্তিমকালে জয়দুর্গা ব’লে, প্রাণ ত্যজি জাহ্নবীর তটে॥

Leave a Comment