korbe ki he jahite bicher lyrics | করবে কি হে জাইতের বিচার লিরিক্স

korbe ki he jahite bicher lyrics

করবে কি হে জাইতের বিচার এসব ফেলে যেতে হবে লিরিক্স

করবে কি হে জাইতের বিচার এসব ফেলে যেতে হবে

তোমার সকলি যে থাকবে পড়ে, ‘হু’ হক নামটি সঙ্গে যাবে৷।

দেখ ভাই হিন্দু-মুসলমান

ভাবিছ সবে ভিন্ন ভিন্ন

এসব ঘুচিবে সে দিন

তোমায় যে দিন

দীন ইসলাম তলব দিবে।

গড়েছে এক কারিগরে

স্ত্রী আর পুরুষেরে

দুনিয়ার কারবারের তরে

শেষে আদিতে আদি মিশিবে।।

কিন্তু ছাপাতে যে উপাধি হয়

জাত সে জাতিতে রয়

উপাধি নামমাত্র হয়

সেই এক জাতিতে মিশতে হবে।

লা হসে (?) আকবর করে খানা

হুসেনী তফসীর খুলে দেখ না

হারবেল আরদ আপনার চেনা

তবে চিনবে আপন রবে।

কোয়াকার হতে এক নমুনা

ঐ নমুনা হতে এক নিশানা

নিশানা কেবল আপনার চেনা

তাহাতে সে ধরা দিবে।

দেখ না এই জাতি কুল

সকলেরি আছে ভুল

আখেরেতে সেই জাতি কুল

জাতিতে জাতি মিশিবে

শাহ নজিরের চরণ তলে

আই এদল ইসলাম ভেবে বলে

যেন মায়াতে মন নাই ভুলে

আখেরে ড়্গণিকার শ্ৰীচরণ দিবে।

কলি বলে কেন কলিকালকে দোষা হয়

কলি বলে কেন কলিকালকে দোষা হয়।

জ্ঞান-বিজ্ঞানের দ্বারা মনুষ্যত্ব উপজয়।।

সেকালে আদমগণ,

জানতো না কোথায় কোন জন,

তাইতে তো এতো অমিলন,

ধর্ম, শাস্ত্ৰ, সমাজে হয়।।

কোন দেশে কাহার বাস,

কোথা ধর্ম কোথায় প্রকাশ,

এ কালে জেনে এসব,

মনুষ্যজাতি জ্ঞানবুদ্ধি পায়।।

বেদ বাইবেল কোরান ত্রিপিটক,

দুদ্দু বলে জানে তো এসব,

একালের সকল জনায়।।

 

Leave a Comment