কে গো তুমি বিরহিনী লিরিক্স | Ke go tomi birohini lyrics

কে গো তুমি বিরহিনী লিরিক্স

Ke go tomi birohini lyrics

কে গো তুমি বিরহিনী, আমারে সম্ভাষিলে?

এ পোড়া পরান-তবে এত ভালোবাসিলে?

কভু হরিত বসনে আজি,

কুসুমে ভরিয়া সাজি,

মধুমাসে মধুহাসে            মমপানে হাসিলে।

কে আমারে সম্ভাষিলে?

শারদ নিশীথে যবে

বিরহে রহি নীরবে,

পীত কায়ে মৃদু পায়ে                     মম পায়ে আসিলে।

কে আমারে সম্ভাষিলে?

কভু বাদলে ঢাকি বয়ান

করিলে গভীর মান,

দামিনীর শুরু ভাষে                আঁখিনীরে ভাসিলে।

কে আমারে সম্ভাষিলে?

আমি শ্যাম, তুমি রাধা,

তাই বঁধু, এত বাধা;

তুমিও হায় উদাসিনী,                     মোরেও উদাসিলে।

কে আমারে সম্ভাষিলে?

কে তুমি বসি নদীকূলে একেলা

কে তুমি বসি নদীকূলে একেলা?

কারলাগি এত উতলা?

কে তরী বাহি আসিবে গাহি?

খেলিবে তার সনে কি খেলা?

সারাবেলা গাঁথ মালা-

ঘরের কাজে একি হেলা?

ছলনা করি আন গাগরি

কারলাগি বলো অবেলা?

Leave a Comment