কালো জলে কুঁচলাতলে ডুবলো সনাতন লিরিক্স | Kalo jole kuslate lyrics

কালো জলে কুঁচলাতলে ডুবলো সনাতন লিরিক্স

Kalo jole kuslate lyrics

কালো জলে কুঁচলাতলে ডুবলো সনাতন

আজ সাড়া না, কাল সাড়া না, পাই যে দরশন।

নদীধারে চাষে বধু মিছাই করো আশ

ঝিরিহিরি বাঁকা লদী বইছে বারো মাস।

চিংড়ি মাছের ভিতর করা, তায় ঢালেছি ঘী,

নিজের হাতে ভাব ছাড়েছি ভাবলে হবে কি?

চালর চুলা লম্বা কোঁচা কুলি কুলি যায়

দেখি শ্যামের বিবেচনা কার ঘরে শ্যাম আয়?

মেদিনীপুরের আয়না চিরণ বাঁকুড়ার ওই ফিতা

যতন করে বাঁধলি মাথা, তাও যে বাঁকা সিঁতা।

পেছ পারিয়া রাজকুমারী গলায় চন্দ্রহার

দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার।

কলি কলি ফুল ফুলেছে লীল কালো আর সাদা

কোন ফুলেতে কিষ্ট আছেন কোন ফুলেতে রাধা?

কালো জলে কুঁচলাতলে ডুবলো সনাতন

আজ সাড়া না, কাল সাড়া না, পাই যে দরশন।

নদীধারে চাষে বধু মিছাই করো আশ

ঝিরিহিরি বাঁকা লদী বইছে বারো মাস।

Leave a Comment