রিছে ঝর ঝর, গরজে গর গর লিরিক্স | Jorici jor jor lyrics

ঝরিছে ঝর ঝর, গরজে গর গর লিরিক্স

Jorici jor jor lyrics

ঝরিছে ঝর ঝর,  গরজে গর গর

স্বনিছে সর সর- শ্রাবণ মাঃ।

তটিনী তর তর, সরসী ভর ভর,

ধরণী থর থর, –          সিকত গা।

বিরহী ধর ধর,     মানিনী সর সর,

চাহিছে খর খর, সুলোচনা।।

বালিকা দলে দলে     চলিছে গলে গলে,

বিটপী তলে তলে      ঝোলে ঝুলা।

কৃষক হলে হলে,       বলাকা জলে জলে

নাচিছে ট’লে ট’লে           শিখীর পা।

পরাণ পলে পলে       পড়িছে ঢ’লে ঢ’লে

উঠিছে ব’লে ব’লে    ‘তুমি কোথা’?

Leave a Comment