জাতি বলতে কি বুঝলে পণ্ডিত মশাই লিরিক্স
Jati boloto ki bojle lyrics
জাতি বলতে কি বুঝলে পণ্ডিত মশাই
দেখি জগতে এক মানব জাতি
দুই ভাগে বিভক্ত তাই।।
ব্ৰাহ্মণ ক্ষৈত্র বৈশ্য শুদ্ৰ কেহ বৃহৎ কেহ ক্ষুদ্র
আবরণে ইতর ভদ্র গুন কর্ম অনুযায়ী
কেহ ওঠে বহু উচে কেহ পড়ে অনেক নীচে
গুনের মাত্ৰ জাতি আছে গুনীর কোন জাতি নাই।।
আৰ্য সন্তানের জাতিভেদ সমাজে আনিলো বিভেদ
উপনিষদ দর্শন কি বেদ জাতিভেদের কথা নাই
জাতিভেদ মেনে হিন্দুদল দিনের দিন গেলো রসাতল
জাতাজাতির এই যাঁতাকলে কেমনে এড়ায়ে ভাই।।
জন্মে যতো ঘটে দুর্নাম কর্মে বাড়ে মানুষের দাম
জাবালার পুত্র সত্যকাম পিতার ঠিক ঠিকানা নাই
বলিষ্ঠ গনিতাত্মজ পরাশর চণ্ডাল রক্তজ
মেছনির পুত্র জারজ বেদের কর্তা ব্যাস গোঁসাই।।
হিন্দুর এই হিংসা বিদ্বেষে বিষম বিষে
জাতির জীবন বাঁচবে কী সে বসে বসে ভাবি তাই
ঠুনকো জাতি চরাচরে আজ হয় না কাল ভাঙ্গবে পরে
পাগল বিজয় বলে বিষাদ ভাবে
জাতিভেদের মুখে ছাই।।