জাগো হে বাংলার জনতা লিরিক্স | Jago he bangla lyrics

জাগো হে বাংলার জনতা লিরিক্স

Jago he bangla lyrics

জাগো হে বাংলার জনতা

বলো মানুষ মানুষের জন্য

ধর্ম বিভেদ বিষ জীর্ন

করো পুন্য এ জীবন ধন্য

স্বাপদে ভরা জনারন্য

এ জঘন্য

করো দূর আমাদের পাপ গন্য।।

বলো হয়ো নাকো হিংসায় মত্ত

বলো বলো সবে মানবতা সত্য

পৃথিবীটাকে বদলে দাও

নব এক শতক সমাগত।

জ্ঞানের প্রদীপ আজ জ্বালো

এই আমাদের বাংলাদেশে

সৈনিক লও তুলে ঝান্ডা

চেতানার এ নব উন্মেষে

তোমারই আলোকে অবশেষে

যাবে ভেসে

যারা এখনও অন্ধ অচৈতন্য।।

বলো হয়োনাকো …. শতক সমাগত।

মৌলবাদের কোন ঠাঁই নাই

এই আমাদের বাংলাদেশে

সৈনিক লও তুলে ঝান্ডা

চেতনার এ নব উন্মেষে

তোমারই আলোকে অবশেষে

যাবে ভেসে, যারা করেছে ধর্ম পূজি পণ্য।।

বলো হয়োনাকো …শতক সমাগত।

কথা: নাজিম মাহমুদ

সুর: সংগ্রহ (ওঠ হে ভারত লক্ষী)

Leave a Comment