হেঁইয়ো হো হো হেঁইয়ো লিরিক্স
Hoyeo hoo hoo hoyeo lyrics
হেঁইয়ো হো হো হেঁইয়ো
ও মাঝি ভাই ও
বাইয়ো রে নাও বাইয়ো
খর নদীর ওপারে
স্বপ্নের দেশে যাইয়ো
হেই রে আকশে আসে বাদল বড় ভারি
হেই ঢেউ-এর তালে তুফান মাতে মরণ মহামারী
হেঁইয়ো হো বল্ মা ভৈ যাবৈ খর নদীর পারে
কে বেঁধেছে মায়ার ঘর ভুলের বালুচরে
নিবেছে কার আশার প্রদীপ কুসুম গেছে ঝরে
আ রে
তোলো ছেঁড়া পালে জয়ের পতাকা
আশার রঙে আঁকা
হেঁইয়ো হো বল্ মা ভৈ যাবৈ খর নদীর পারে
মহাকালের খরস্রোতে আশার তরী ভাসে
জীবন নেয়ে ধর না হাল মরণ যদি আসে
আ রে
এবার ভাঙা প্রদীপ শপথ শিখায় জ্বালো
আনো আরো আলো
হেঁইয়ো হো বল্ মা ভৈ যাবৈ খর নদীর পারে