Hey Bandhu Bangabandhu Lyrics
হে বন্ধু বঙ্গবন্ধু লিরিক্স
হে বন্ধু বঙ্গবন্ধু,
তোমার কালো ফ্রেমের চশমাটা আমায় দাও
আমি চোখে দিয়ে দেখবো,
কেমন করে দেশটাকে এতো ভালোবাসো
যতোবার চাই কাছে পেতে,ততোবারই তুমি আসো
তুমি কবিতার মতোই আসো,তুমি গানের মতোই আসো
হে বন্ধু বঙ্গবন্ধু…
তুমি আসলেই দেখি অন্ধ রাতে হয় যে সূর্যোদয়
তুমি আসলেই দেখি প্রতি হৃদয়ে মুক্তিযুদ্ধ হয়
তুমি আসলেই দেখি বিরান বাগানে ফুল হয়ে তুমি হাসো
কেমন করে দেশটাকে এতো ভালোবাসো
যতোবার চাই কাছে পেতে,ততোবারই তুমি আসো
তুমি কবিতার মতোই আসো,তুমি গানের মতোই আসো
হে বন্ধু বঙ্গবন্ধু…
তুমি আসলেই দেখি হরিদাসির কপালে সিঁদুর লাগে
তুমি আসলেই দেখি আমেনা সখিনা মুগ্ধ অনুরাগে
তুমি আসলেই দেখি মহা হুংকারে…
(আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকদের হত্যা করা হয়, তোমাদের কাছে আমার অনুরোধ রইল,- প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোল।)
তুমি আসলেই দেখি মহা হুংকারে দেশের শত্রুনাশক
কেমন করে দেশটাকে এতো ভালোবাসো
যতোবার চাই কাছে পেতে,ততোবারই তুমি আসো
তুমি কবিতার মতোই আসো,তুমি বিজয়ের বেশেই আসো
হে বন্ধু বঙ্গবন্ধু…
তোমার কালো ফ্রেমের চশমাটা আমায় দাও…
Hey Bandhu Bangabandhu Lyrics,Sraboner Dharar Moto Lyrics শ্রাবণের ধারার মতো লিরিক্স
হে বন্ধু বঙ্গবন্ধু লিরিক্স,