হাতের কাছে শোষক আছে লিরিক্ম | Hater kaca sosok lyrics

হাতের কাছে শোষক আছে লিরিক্ম

Hater kaca sosok lyrics

 

হাতের কাছে শোষক আছে

হাতের কাছে শোষক আছে

এদের করতে হবে দমন

শোষিতের দল হাওরে সবল

সইবে কত আর জ্বালাতন।।

শোষিত বঞ্চিত যারা

সাবধান হয়ে যাবে তোরা

তোদের হাতে পড়বে ধরা

শোষকের রায় যত জন।।

শোষক স্বৰ্গসুখে থাকে

মোদের নাহি রাখে

ডাকিয়া নেন ফাঁকে ফাঁকে

স্বার্থ হবে যখন।।

আবদুর রহমান বলে এবার

ফাঁকা ডাকে ভুলিস না আর

সুদখোর ঘুষখোর মজুতদার

কেউ আমাদের নয়রে আপন।।

Leave a Comment