ঘুরে ভুবন পায়না সে ধন লিরিক্স | gure tobon payna se don lyrics

ঘুরে ভুবন পায়না সে ধন, জ্ঞান নয়ন না ফুটিলে লিরিক্স

gure tobon payna se don lyrics

ঘুরে ভুবন পায়না সে ধন, জ্ঞান নয়ন না ফুটিলে

জ্ঞান নয়ন না ফুটিলে, জ্ঞানের বাতি না জ্বালিয়ে।।

সে যে আহাদে আহম্মদ ছিল, দ্বিতীয় তবরকের ফুলে

তৃতীয়তে ময়নার গলার হার, চৌঠায় সেতারার কূলে।।

পঞ্চমম হয় ময়ুরিনী, দরক্ত একিনের ডালে

কলির জীব তরাবে বলে, উঠলেন দোলে মায়ের কোলে।।

দিয়ে সে ইসলামের ধ্বনি, ফোরকান খানি দিয়া গেলেন

জীবের কূলে আবার সে দিয়েছে প্রমান হে মুসলমান।

হায়াতুন মুরছালিন বলে।।

হায়াতুন নবী জিন্দা আছে নয়কো মিছে

স্বাক্ষী দিয়েছেন দলিলে, রজ্জব বলে চিনতে হলে

আদি মূলে আল্লাহ রাসুল একই ফুলে।।

Leave a Comment