গৌর কি আইন আনিলেন নদীয়ায় লিরিক্স gouri ki ain oniler lyrics

গৌর কি আইন আনিলেন নদীয়ায় লিরিক্স

gouri ki ain oniler lyrics

গৌর কি আইন আনিলেন নদীয়ায়

এ তো জীবের সম্ভব নয়

আন্কা আচার আন্কা বিচার

দেখে শুনে লাগে ভয়।।

ধর্মাধৰ্ম বলিতে কিছুমাত্র নাইক তাতে

প্রেমের পূর্ণ গায়

জেতের বোল রাখিল না সে তো

করল একাকারাময়।।

শুদ্ধ অশুদ্ধ নাই জ্ঞান

সাতবার খেয়ে একবার স্নান

করে সদায়

অসাধ্যকে সাধ্য করে জীবে যা না ছোঁয় ঘৃণায়।।

যবন ছিল দবির খাস তারে প্রভু পদাস্র ফাঁস

করল গৌর রাই

লালন বলছে মমিন বংশে

জামালকে বৈরাগ্য দেয়।।

Leave a Comment