Ghum Ashe Na Lyrics
(ঘুম আসে না) Nachiketa Chakraborty
Ghum Ashe Na Song Lyrics In Bengali :
ঘুম আসে না, ঘুম আসে না।
ঘুম আসে না, ঘুম আসে না
দুনয়নে অবিরত চেনা মুখ কতশত,
ভীড় করে হয়ে যায় আয়না ..
ঘুম আসে না, ঘুম আসে না
ঘুম আসে না, ঘুম আসে না।।
নিঃঝুম এ রাত, সুদূরে প্রভাত
ভিজে চোখ গুনে যায়
ভাবনার ধারাপাত।
নিঃঝুম এ রাত, সুদূরে প্রভাত
ভিজে চোখ গুনে যায়
ভাবনার ধারাপাত।
কখনো এ পথ বেয়ে
বিভাসের সুর গেয়ে,
সূর্যের রঙ নিয়ে কেউ আসেনা।
দুনয়নে অবিরত চেনা মুখ কতশত
ভীড় করে হয়ে যায় আয়না ..
ঘুম আসে না, ঘুম আসে না
ঘুম আসে না, ঘুম আসে না।।
দিন যায় আশায়, না আশার ছলনায়
ভেবে ভেবে দিশেহারা,
মন উজানে খেয়া বায়।
দিন যায় আশায়, না আশার ছলনায়
ভেবে ভেবে দিশেহারা,
মন উজানে খেয়া বায়।
জানিনা সে ভাঙ্গা তরী
সাগরে যে দিল পাড়ি,
সাগর কি পাবে খুঁজে কেউ জানেনা।
দু’নয়নে অবিরত চেনা মুখ কতশত
ভীড় করে হয়ে যায় আয়না ..
ঘুম আসে না, ঘুম আসে না
ঘুম আসে না, ঘুম আসে না,
ঘুম আসে না, না ঘুম আসে না।।
ঘুম আসে না লিরিক্স – নচিকেতা চক্রবর্তী :
Ghum Ashe Na, Ghum Ashe Na
Du noyone obiroto Chena mukh koto shoto
Bhir kore hoye jaay aayna
Nijhum e raat sudure probhat
Vije chokh gune jaay Vabnar dharapaat
Kokhono e poth beye Bivasher sur geye
Surjer rong niye keu ashe na
Din jaay ashay na ashar cholonay
Vebe vebe dishehara Mon ujane kheya baay
Jani na se vanga tori Sagore je dilo paari
Sagor ki pabe khuje keu jane na
Ghum Ase Na, Ghum Ase Na