Eki Rokom lyrics

Eki Rokom lyrics by Black

Eki Rokom lyrics

Title:Eki Rokom
Band:Black
এই সেই দুঃসময়, সমান্তরালে আমি
বহুদূরে তুমি, ধূসর, ধূসর
তবু ভালো লাগে, জীবন ও রোদ
মায়াবীর ক্রোধ, ঐ নীল জলস্রোত
মায়াবীর ক্রোধ, ঐ নীল জলস্রোত
যেভাবে চলে যায়, ফিরেও আসে
আমি এসবই দেখি একা বসে থেকে
তবু ভালো লাগে, জীবন ও রোদ
মায়াবীর ক্রোধ, ঐ নীল জলস্রোত
মায়াবীর ক্রোধ, ঐ নীল জলস্রোত
তবু ভালো লাগে
তবু ভালো লাগে
তবু ভালো লাগে
তবু ভালো লাগে

 

Leave a Comment