Dishehara lyrics

Title:Dishehara
Band:Moheener Ghoraguli

Dishehara lyrics

দিশেহারা যে মো মন
কিসের সাধ্য কি জিবন
খুঁজে ফিরি কোথায় নিব ঠাই
চারিদিকে সবাই মোর
কেউ ভালো কেউ মন্দ খুব
আপন মাআন যেচে সে থাকা দায়
মন এ ভাবনা তবু ঘিরে
রয়েছে সদাই
এতো চাওয়া নিয়ে কোথা যাই
মন এ ভাবনা তবু ঘিরে
রয়েছে সদাই
এতো চাওয়া নিয়ে কোথা যাই
কেউ বা মাথায় কেউ পিঠে
আমার বোলায় হাত মিঠে
দিয়ে যায় কত না বাহবাই
মনে সন্দেহ অতি
শেষে হলো এই গতি
গেল কি বিফলে জীবনটাই
মন এ ভাবনা তবু
ঘিরে রয়েছে সদাই
এতো চাওয়া নিয়ে কোথা যাই
মন এ ভাবনা তবু
ঘিরে রয়েছে সদাই
এতো চাওয়া নিয়ে কোথা যাই
পাগল হয়ে যে আমি
দামি হই আরো দামি
কত দাম জানিনা আমার চাই
নেবে কে কিনে আমায়
তাতে কিবা আসে যায়
থেমে যেতে ভরসা না পাই
মন এ ভাবনা তবু
ঘিরে রয়েছে সদাই
এতো চাওয়া নিয়ে কোথা যাই
মন এ ভাবনা তবু
ঘিরে রয়েছে সদাই
এতো চাওয়া নিয়ে কোথা যাই
ছিল বন্ধু এক আমার
পেলেম হঠাৎ দেখা তার
ভবঘুরে চালাচুলো নাই
তবু খুশির হাশির রেশ
ঠোটে হয়না যে তার শেষ
কি তার দাম সে করেনি যাচাই
মন এ ভাবনা তবু
ঘিরে রয়েছে সদাই
এতো চাওয়া নিয়ে কোথা যাই
মন এ ভাবনা তবু
ঘিরে রয়েছে সদাই
এতো চাওয়া নিয়ে কোথা যাই
শুনো যদি কোনোদিন
আমি হঠাৎ ভাবনাহীন
রাখিনি কোথাও মন ঠিকানায়
যেন খুঁজা আমার শেষ
তাই হলেমযে নিরুদ্দেশ
সাথে করে শুধু হৃদয়টাই
মন এ ভাবনা তবু
ঘিরে রয়েছে সদাই
এতো চাওয়া নিয়ে কোথা যাই
মন এ ভাবনা তবু
ঘিরে রয়েছে সদাই
এতো চাওয়া নিয়ে কোথা যাই

Leave a Comment