Bus Stoppage Lyrics

Bus Stoppage Lyrics

নার্সারি ছাড়িয়ে, চৌরাস্তার মোড়ে

বাস স্টপেজ…… ফুলস্টপ হয়ে দাঁড়িয়ে

বুকে জমা পোষ্টার- আর্ট গ্যালারির মতো উদাসীন

বখাটে কারো সেল নাম্বার- বিজ্ঞাপন হয়ে বিব্রত

কড়া পারফিউম অযথা সুবাস বাতাসে

ক্লান্তিহীন ছুটছে কিছু বিরতিহীন বাস

চকচকে পিচে বেরসিক বৃষ্টি নাম লিখে গেছে

সন্ধানী হকার খুঁজে বেড়ায় গাড়ীযাত্রী কোনো হাসিমুখ

এই সন্ধায়, রাস্তায়, দাঁড়িয়ে আছে

 Bus Stoppage Lyrics,

জানলোনা কিছুতেই, ঝুলছে আকাশভরা তারা ।।

কিশোরীর হাতে ফুলের সুবাস, ছুঁয়ে দিতে চায় চকচকে গ্লাস

বৃষ্টির ছাঁটে ভেজা পলিথিন, মিরপুর যাবে বিরতিহীন

বিবর্ণ ঠোঁটে সাইনবোর্ড হাসি, বলছে প্রেমিকা “তোমায় ভালবাসি”

চাক্ষুস সাক্ষী রাস্তার মোড়ে, নার্সারি ছারিয়ে একটু দূরে

বিজ্ঞাপন হয় এক্স সুন্দরী

বাস স্টপেজে আসে ইচ্ছে ঘুড়ি

বিক্রি হয় কতো কমিক কমিক সিরিজ

উদাস বিজ্ঞাপনে কাঁটে পণ্য রিলিজ

এই সন্ধায়, রাস্তায়, দাঁড়িয়ে আছে

কিছু স্বপ্ন বিক্রি করে যারা

Bus Stoppage Lyrics,Join Our Facebook Page

Bus Stoppage Lyrics,Brishti Tomake Dilam Lyrics

Bondho Janala Lyrics,

নার্সারি ছাড়িয়ে, চৌরাস্তার মোড়ে লিরিক্স,

বাস স্টপেজ…… ফুলস্টপ হয়ে দাঁড়িয়ে লিরিক্স,

বুকে জমা পোষ্টার- আর্ট গ্যালারির মতো উদাসীন লিরিক্স,

জানলোনা কিছুতেই, ঝুলছে আকাশভরা তারা লিরিক্স,

Leave a Comment