Aro bhalo hoto Lyrics || আরো ভাল হত- হেমন্ত মুখোপাধ্যায় লিরিক্স,

আরো ভাল হত- হেমন্ত মুখোপাধ্যায়

(Aro bhalo hoto- Hemanta Mukhopadhyay)

আরো ভাল হত
যদি তুমি আর আমি
পাশাপাশি বসে
কাটিয়ে দিতাম মোরা কিছুটা সময়
কত ভাল হত
যদি তোমাতে আমাতে
চোখে চোখে চেয়ে
কাটিয়ে দিতাম মোরা কিছুটা সময়

 

আরো ভাল হত
যদি তুমি আর আমি
পাশাপাশি বসে
কাটিয়ে দিতাম মোরা কিছুটা সময়
আরো ভাল হত
ক্ষতি হত নাকি?
যদি সব ফেলে রেখে
অবসর কিছু
কুড়িয়ে নিতাম মোরা কাজের ফাঁকেতে খুঁজে খুঁজে
ক্ষতি হত নাকি?
যদি সব ফেলে রেখে
অবসর কিছু
কুড়িয়ে নিতাম মোরা কাজের ফাঁকেতে খুঁজে খুঁজে
এই পরিচয় দিত জড়িয়ে জড়িয়ে বেঁধে

লতার মত তোমাকে আমাকে
এ মাটি তীর্থ করে যেতাম সাজিয়ে দিয়ে
আলো, হাসি, গানে তোমাতে আমাতে
পথে যেতে যেতে
যদি থমকে থেমে
অকারণে বসি
নিবিড় শীতল ছায়া দেখে অসময়ে কাছাকাছি
পথে যেতে যেতে
যদি থমকে থেমে
অকারণে বসি
নিবিড় শীতল ছায়া দেখে অসময়ে কাছাকাছি
আরো ভাল হত

যদি তুমি আর আমি
পাশাপাশি বসে
কাটিয়ে দিতাম মোরা কিছুটা সময়

আরো ভাল হত

Leave a Comment