অপার সংসার, নাহি পারাপার লিরিক্স | Apar songsor lyrics

অপার সংসার, নাহি পারাপার লিরিক্স

Apar songsor lyrics

অপার সংসার, নাহি পারাপার।

ভরসা শ্রীপদ, সঙ্গের সম্পদ,

বিপদে তারিণী, করগো নিস্তার।

যে দেখে তরঙ্গ অগাধ বারি,

ভয়ে কাঁপে অঙ্গ, ডুবে বা মরি।

তার কৃপা করি, কিঙ্কর তোমারি,

দিয়ে চরণ-তরী, রাখ এইবার।।

বহিছে তুফান নাহিক বিরাম,

থর থর অঙ্গ কাঁপে অবিরাম।

পূরাও মনষ্কাম, জপি তারানাম,

তারা তব নাম সংসারের সার।।

কাল গেল কালী হ’ল না সাধন,

প্রসাদ বলে গেল বিফলে জীবন।

এ ভববন্ধন, কর বিমোচন,

মা বিনে তারিণী কারে দিব ভার।।

Leave a Comment