আমায় গেঁথে দাওনা মাগো লিরিক্স | amy gethe daona lyrics

আমায় গেঁথে দাওনা মাগো লিরিক্স

amy gethe daona lyrics

আমায় গেঁথে দাওনা মাগো

একটা পলাশ ফুলের মালা

আমি জনম জনম রাখব ধরে

ভাই হারানোর জ্বালা

আসি বলে আমায় ফেলে

সেই যে গেল ভাই

তিন ভুবনের কোথায় গেলে

ভাইয়ের দেখা পাই

দেবো তারই সমাধিতে আমি

তোমরা হাতের মালা

ভাই হারানোর জ্বালা

তারই শোকে কোকিল ডাকে

ফোটে বনের ফুল

ফুল পাবনের মধুর তিথী

কেঁদে হয় আকুল

আজও তারই স্মরন করে সবাই

সাজাই ফুলের ডালা

ভাই হারানোর জ্বালা

আমায় গেঁথে দাওনা মাগো

একটা পলাশ ফুলের মালা

আমি জনম জনম রাখব ধরে

ভাই হারানোর জ্বালা

আমি এক বাংলার মুক্তি সেনা

আমি এক বাংলার মুক্তি সেনা

মৃত্যুর পথ চলিতে

কভু করি না ভয় করি না।

মৃত্যুর পায়ে দলে চলি হাসিতে।

দুঃসহ জীবনের রাহু মুক্তি

প্রাণে মেখে সূর্যের নবশক্তি

বজ্র শপথে নেমেছি যুদ্ধে

বাঙালির জয় হবে নিশ্চয়

চলেছে এ দুর্জয় মুক্তির পথে।

বাংলার তরে আমি সঁপেছি এ মন

নেই জ্বালা হাহাকার নেই হুতাশন।

রক্তে রাঙা আজ বিপ্লবী মন

ক্ষমা নেই বাংলার গণদুশমন

বজ্রের তূর্যের মন্ত্রে

মারবো এবার মরবো না আর

চলেছি যে শত্রুকে পায়ে দলিতে।

[গানটি লিখেছেন নেওয়াজিস হোসেন, যিনি ১৯৭১ সালে ১৫ বছরের কিশোর ছিলেন]

Leave a Comment