আমার ভাইয়ের রক্তে রাঙানো লিরিক্স | amr viyer rokto rangano akusa lyrics

আমার ভাইয়ের রক্তে রাঙানো লিরিক্স,

amr viyer rokto rangano lyrics

আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারী

আমি কি ভুলিতে পারি।।

ছেলে হারা শত মায়ের অশ্রু

গড়ায়ে ফেব্রুয়ারী।।

আমার সোনার দেশের

রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী।।

জাগো নাগিনীরা জাগো নাগিনীরা জাগো কালবোশেখীরা

শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা,

দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবী

দিন বদলের ক্রান্তিলগ্নে তবু তোরা পার পাবি?

না, না, না, না খুন রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারই

একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।

সেদিনও এমনি নীল গগনের বসনে শীতের শেষে

রাত জাগা চাঁদ চুমো খেয়েছিল হেসে;

পথে পথে ফোটে রজনীগন্ধা অলকনন্দা যেন,

এমন সময় ঝড় এলো এক ঝড় এলো খ্যাপা বুনো।।

সেই আঁধারের পশুদের মুখ চেনা,

তাহাদের তরে মায়ের, বোনের, ভায়ের চরম ঘৃণা

ওরা গুলি ছোঁড়ে এদেশের প্রাণে দেশের দাবীকে রোখে

ওদের ঘৃণ্য পদাঘাত এই সারা বাংলার বুকে

ওরা এদেশের নয়,

দেশের ভাগ্য ওরা করে বিক্রয়

ওরা মানুষের অন্ন, বস্ত্র, শান্তি নিয়েছে কাড়ি

একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।

tumi amar moner manush | তুমি আমার মনের মানুষ লিরিক্স

আমার ভাইয়ের রক্তে রাঙানো গান,

আমার ভাইয়ের রক্তে রাঙানো স্বরলিপি,

আমার ভাইয়ের রক্তে রাঙানো লেখক কে,

আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১ শে ফেব্রুয়ারি,

আমার ভাইয়ের রক্তে রাঙানো png,

আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি প্রথম কবে গাওয়া হয়,

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি ভাব সম্প্রসারণ,

আমার একুশে ফেব্রুয়ারি

Leave a Comment