আমি মরিয়া পাই যদি শ্যামে লিরিক্স
Ami moriea pai jodi lyrics
আমি মরিয়া পাই যদি, শ্যামের রাঙ্গা চরণ |
(আরে) তবে সে রঙ্গিনী রাধার সাফল্য জীবন ||
মরিয়া মরিয়া যদি, শ্যামের লাগাল পাই |
রাঙ্গা চরণে ধরি জনম গোওয়াই ||
ছাড়াইলে না ছাড়িমু, ধরিমু চরণ |
যাহা করে জগন্নাথ, জগত্ মোহন ||
হাছন রাজায় বলে জান যাইবে যখন |
আমি মানুষ খুঁজি
আমি মানুষ খুঁজি
আমি মানুষ খুঁজি, আমি মানুষ খুঁজি
তেমন মানুষ পেলে আমি
তার চরণে মাথা গুঁজি।।
মানুষ আছে কোটি কোটি
তেমন মানুষ আছে ক’টি
ফুলের মত হাসি লয়ে নিত্য ওঠে ফুটি
কটিতে নাই তার মায়ার শিকল
সবার কথায় রাজি।।
মানব কুলে জনমিয়া মানুষ হলাম না
পরিচয় ভুল হল গো, কথা শিখলাম না
হরি কথা কৃষ্ণ কথা, মুখে আসে না
মায়ার ছড়া গল্পগুজব এই হল মোর পুঁজি।।
ভবা বহু কথা কয়
পাখির মত খাঁচায় পোষা এই তো পরিচয়
মিছরি, চিনি, লাড্ডু মণ্ডা একি খাওয়া হয়?
ছোলা দানা, খেয়ে খেয়ে
ট্যাঁ ট্যাঁ শব্দ ভোজের বাজি।।