আমায় ভাসাইলি রে আমায় ডুবাইলি রে লিরিক্স | Amay vasili re amay dubily re lyrics

আমায় ভাসাইলি রে আমায় ডুবাইলি রে লিরিক্স

Amay vasili re amay dubily re lyrics

আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে

অকুল দরিয়ার কোনো কূল নাই রে।।

কূল নাই কিনার নাই

নাই গো দরিয়ার পারে।

আরে সাবধানে চালাইও মাঝি

আমার ভাঙ্গা তরী রে।।

পানসা জলে সাঁই ভাসায়ে সাগরেরও বানে

আমি জীবনের ভেলা ভাসাইলাম।

কেউ না তা জানে রে।।

Leave a Comment