আমার মনের ভগ্ন দুয়ারে লিরিক্স | Amar moner vogno dure lyrics

আমার মনের ভগ্ন দুয়ারে লিরিক্স

Amar moner vogno dure lyrics

আমার মনের ভগ্ন দুয়ারে সহসা তুমি কে গো, তুমি কে ?

নন্দন আভা-বেষ্টিত তনু উজল নিজ আলোকে:-

তুমি কে গো তুমি কে?

এ কি প্রেম-প্রতিম অঙ্গ! একি যৌবন রূপ অঙ্গ!

এ কি মন্দাকিনী মন্দ-সলিল ভঙ্গ!

এ কি সহসা মম জীবন-বন জীবন-বনপুস্পিত তোমার নয়ন পলকে-

তুমি কে গো তুমি কে?

ছিল অশ্রুজলদলীন হৃদয় দুঃখ তামস গগনে,

আজি প্রাণ মম উন্দ্রধনু তোমার নয়ন কিরণে,

আজি প্রাণ মম মত্ত মধুপ লুন্ঠিত তব চরণে,

মম জীবন মরণ ধরম শরম সকলি লীন পুলকে।-

তুমি কে গো, তুমি কে?

তুমি বিশ্ব করেছ সুন্দর মনের নিভৃত কন্দরে,

মম ক্ষুদ্র তরণী চঞ্চল ক্ষুদ্র জীবন বন্দরে;

তুমি সহসা উদিত ভাস্কর নীল নিশীথ-অম্বরে;

মম জীবন-গহন চয়ন কুসুম শোভিত তব অলকে।-

তুমি কে গো, তুমি কে?

আমার সনদ দেখে যারে

প্রসাদী – একতালা

আমার সনদ দেখে যারে।

আমি কালীর সুত, যমের দূত বলগে যা তোর যমরাজারে॥

সনদ দিলেন গণপতি, পার্বতীর অনুমতি।

আমার হাজির জামিন ষড়ানন, সাক্ষী আছে নন্দীবরে॥

সনদ আনার উরস পাটে, যেম্নি সনদ তেম্নি টাটে।

তাতে স্ব-অক্ষরে দস্তখৎ, করেছেন যে দিগম্বরে॥

সনদ পেলাম মায়ের কাছে, এতে কি আর গলদ আছে।

Leave a Comment