একদিন প্রাণ পাখিটা উড়াল দিবে লিরিক্স, Akdin pran pakita ural dibe lyrics

একদিন প্রাণ পাখিটা উড়াল দিবে লিরিক্স,

Akdin pran pakita ural dibe lyrics

একদিন প্রাণ পাখিটা উড়াল দিবে

থাকবে না আর ভবে

সাড়ে তিন হাত মাটির ঘরে

বসত-বাড়ি হবে।

দুনিয়াদাড়ি সাঙ্গ হবে, ছুটবে না আর ভেলা

থেমে যাবে একদিন ওরে জীবন নদীর খেলা

পাড়াপশড়ি স্বজন-সুজন

ভুলবে আমায় সবে।

আমায় ভুলে যাবে।।

অন্ধকার ওই কবর দেশ রইবো আমি পড়ে

নিথড় দেহের ঠাঁই হবেনা দালান কোঠার ঘরে।

টাকা পয়সা, বাড়ি-গাড়ি

সবই পড়ে রবে

একদিন প্রাণ পাখিটা উড়াল দিবে

থাকবে না আর ভবে

সাড়ে তিন হাত মাটির ঘরে

বসত-বাড়ি হবে।

আমার বসত-বাড়ি হবে।

কথা: আল ফরহাদ

আধার রাতের চাঁদ যে তুমি

বিদায় বেলায় মোরে দিও গো দেখা লিরিক্স Biday bala more dieo go dakha lyrics

একদিন প্রাণ পাখিটা উড়াল দিবে,

Akdin pran pakita ural dibe

Leave a Comment