একদিন প্রাণ পাখিটা উড়াল দিবে লিরিক্স,
Akdin pran pakita ural dibe lyrics
একদিন প্রাণ পাখিটা উড়াল দিবে
থাকবে না আর ভবে
সাড়ে তিন হাত মাটির ঘরে
বসত-বাড়ি হবে।
দুনিয়াদাড়ি সাঙ্গ হবে, ছুটবে না আর ভেলা
থেমে যাবে একদিন ওরে জীবন নদীর খেলা
পাড়াপশড়ি স্বজন-সুজন
ভুলবে আমায় সবে।
আমায় ভুলে যাবে।।
অন্ধকার ওই কবর দেশ রইবো আমি পড়ে
নিথড় দেহের ঠাঁই হবেনা দালান কোঠার ঘরে।
টাকা পয়সা, বাড়ি-গাড়ি
সবই পড়ে রবে
একদিন প্রাণ পাখিটা উড়াল দিবে
থাকবে না আর ভবে
সাড়ে তিন হাত মাটির ঘরে
বসত-বাড়ি হবে।
আমার বসত-বাড়ি হবে।
কথা: আল ফরহাদ
আধার রাতের চাঁদ যে তুমি