Akasher Chand song lyrics | আকাশের চাঁদ তুমি লিরিক্স

Album : Ekbar Bolo Tumi

Akasher Chand song lyrics

আকাশের চাঁদ তুমি লিরিক্স

আকাশের চাঁদ তুমি

জমিনের ফুল

তোমার সাথে মিলতে চাওয়া

মস্ত বড় ভুল(২)

মস্ত বড় ভুল আমার

মস্ত বড় ভুল

তোমার সাথে মিলতে চাওয়া

মস্ত বড় ভুল

Amar Chokhe song lyrics | আমার চোখে তোমাকে যদি লিরিক্স

আহারে যাদু কন্যা

আহারে মধু কন্যা

আকাশের গায়ে লেখা

লাখো লাখো মন তারাদের

নাম (২)

সে তারাদের মধ্যমণি

উড়ো চিঠির খাম

আর ভাসাও নদীর কুল…

আহারে যাদু কন্যা

আহারে মধুকন্যা

জমিনের ফর্সা বুকে

কোটি কোটি হৃদয় ভাঙা

দাগ (২)

সে হৃদয়ের লীলাবতী

না চাও পঞ্চ নাগ

আর ডুবাও প্রেমের কুল…

আকাশের চাদ…

Leave a Comment