এ মধুর রাতে বলো কে বীণা বাজায় লিরিক্স
A modur rate ki lyrics
এ মধুর রাতে বলো কে বীণা বাজায়?
আপন রাগিনী আপন মনে গায়?
চিছে চন্দ্রমা সে গীতছন্দে,
গ্রহ গ্রহে ঘিরি নাচে আনন্দে,
গোপন গানে হেন কে সবে মাতায়?
যাঁর যন্ত্রে হেন মোহন তন্ত্র,
না জানি সুন্দর সে কি শোভায়।
কোথা সে বীণা, কোথা সে বানী,
কোথা সে শতদল ফোটে না-জানি।
প্রাণ-মরাল চাহে লুটিতে তার পায়।।