Skip to content
যায় দিন এমনি যদি যায় যাক না– হেমন্ত মুখোপাধ্যায়
(Jay din emni jodi jay jak na– Hemanta Mukhopadhyay)
যায় দিন এমনি যদি যায় যাক না
হিসাবের খাতার পাতা
অঙ্কবিহীন থাক পরে থাক না
যায় দিন এমনি যদি যায় যাক না
হিসাবের খাতার পাতা
অঙ্কবিহীন থাক পরে থাক না
যায় দিন এমনি যদি যায়-
কি যে এক পাগল হাওয়া
আমায় নিয়ে ভাসিয়ে বেরায়
সঞ্চয় যা করি তা
ধূলার মাঝে ছড়িয়ে বেরায়
কি যে এক পাগল হাওয়া
আমায় নিয়ে ভাসিয়ে বেরায়
সঞ্চয় যা করি তা
ধূলার মাঝে ছড়িয়ে বেরায়
কে আপন, কে বাই আমার পর ভুলে যাই
খুলে যায় আপনা হতে
কুন্ঠিত মোর সংকোচেরই ঢাকনা
যায় দিন এমনি যদি যায় যাক না
হিসাবের খাতার পাতা
অঙ্কবিহীন থাক পরে থাক না
যায় দিন এমনি যদি যায়-
এ জীবন সাগরে মোর
চেতনা এক দ্বীপের মত
দেখে যায় দুঃখ সুখের ঢেউ-এর
ওঠা-পড়া কত
এ জীবন সাগরে মোর
চেতনা এক দ্বীপের মত
দেখে যায় দুঃখ সুখের ঢেউ-এর
ওঠা-পড়া কত
আমি একদিনের ক্ষুদ্র আলিঙ্গনে
হারিয়ে গেছি
এ বিপুল বিশ্ব আমার
নিঃস্বতাতেই ছাড়িয়ে গেছি
আমি একদিনের ক্ষুদ্র আলিঙ্গনে
হারিয়ে গেছি
এ বিপুল বিশ্ব আমার
নিঃস্বতাতেই ছাড়িয়ে গেছি
নিশিদিন বর্ষ চলে যায় মনে হয়
এ আমার অনন্ত প্রেম
মূহুর্তেরই মাঝেই ধরা থাক না
যায় দিন এমনি যদি যায় যাক না
হিসাবের খাতার পাতা
অঙ্কবিহীন থাক পরে থাক না
যায় দিন এমনি যদি যায়-