বাড়িয়ে মায়ার হাত লিরিক্স

বাড়িয়ে মায়ার হাত লিরিক্স,

 

বাড়িয়ে মায়ার হাত, দিয়োনা আর ডাক

মায়াবী শব্দ, বাসা বাঁধবে, গিরিখাতে

ঘুরে-ঘুরে আসবে ফিরে…

খসে পড়া তারার খবর রাখেনা কভু আকাশ,

দীর্ঘনিশ্বাস মেলায় কি বাতাসে?

কথন:

শোনো, পৌন:পুনিকের মতো ভবঘুরে হয়োনা কখনো,

বিচার ছাড়াই শূলে চড়বে প্রতিদিন, নিয়ম করে!

মুঠোচিঠি বা মুখবই, কি-বোর্ডে ফোটা খই; অন্তর্জালে ফেলোনা জাল,

ঝাঁকে-ঝাঁকে পিরানহা-পিক্সেল গোগ্রাসে গিলবে তোমায়।

শুধু সাজাপ্রাপ্ত কয়েদীর মতো দেয়ালে হিসেব রাখো,

শতায় সাধুর ন্যায় ধ্যানমগ্ন হও;

যাই বলিনি, বলেছিলাম আসছি;

হ্যাঁ, আসছি…

বাড়িয়ে মায়ার হাত লিরিক্স kadale tumi more lyrics

 

 

Leave a Comment