সাঁই আজব লীলা আনকা ফল লিরিক্ম
Sai ajob nila lyrics
সাঁই আজব লীলা আনকা ফল।।
আমি দেখে হারাই বুদ্ধি বল।
ডিম্ব রূপে শূন্যকারে, ভেসেছিল পরওয়ারে
দিবা রাতি নাই সেখানে, কিসেতে হল উজ্জ্বল।।
কোন বাতিতে সেই জায়গায় করেছিল দীপ্তকার
নাহি ছিল আসমান জমিন, কেবল মাত্র ছিল জল।।
ডিম ভাসে জলের উপর, জল ছিল কিসের ‘পর
ডিম নয় কো খোলা, ছিল তালা, ডিমের মধ্যে কোন বাজনা।।
ফুলবাস বলে ভাবি দেলে, কয় না খুলে এ সকল
বুদ্ধি মোটা ভক্তি চটা, নসরুদ্দীন বাধায় গোল।।