বিচার করি চাইয়া দেখি সকলেই আমি লিরিক্স
Bicar kori chaia daki sokal a lyrics
বিচার করি চাইয়া দেখি সকলেই আমি ।|
সোনা মামি ! সোনা মামি গো ! আমারে
করিলায় বদনামি ।।
আমি হইতে আল্লা রছুল, আমি হইতে কুল ।
পাগলা হাছন রাজা বলে, তাতে নাই ভুল ।।
আমা হইতে আসমান জমিন আমি হইতেই সব ।
আমি হইতে ত্রিজগত্, আমি হইতে সব ।।
আমি হইতে সাউয়াল, আমি আখের জাহের বাতিন ।
না বুঝিয়া দেশের লোকে, বাসে মোরে ভিন ।।
আমা হইতে পয়দা হইছে, এই ত্রিজগত্ ।
গউর করি চাইয়া দেখ হে, আমারও মত ।।
আক্কল হইতে পয়দা হইল মাবুদ আল্লার ।
বিশ্বাসে করিল পয়দা, রছুল উল্লার ।।
মম আঁখি হইতে পয়দা, আসমান জমিন ।
কর্ণ হইতে পয়দা হইছে, মুসলমানী দিন ।।
আর পয়দা করিল যে, শুনিবারে যত ।
সবদ, সাবদ, আওয়াজ ইত্যাদি যে কত ।।
শরীরে করিল পয়দা, শক্ত আর নরম ।
আর পয়দা করিয়াছে ঠাণ্ডা আর গরম ।।
নাকে পয়দা করিয়াছে খুশবয় আর বদবয় ।
আমি হইতে সব উত্পত্তি হাছন রাজা কয় ।।
মরণ জীয়ন নাইরে আমার ভাবিয়া দেখ ভাই ।
ঘর ভাঙ্গিয়া ঘর বানানি এই দেখিতে পাই ।।
পাগল হইয়া হাছন রাজা কিসেতে কি কয় ।
মরব মরব দেশের লোক মোর কথা যদি লয় ।।
জিহ্বায় বানাইয়া আছে মিঠা আর তিতা ।
জীবের মরণ নাই রে দেখ সর্বদাই জীতা ।।
আপন চিনিলে দেখ খোদা চিনা যায় ।
হাছন রাজায় আপন চিনিয়ে এই গান গায় ।।