আমি তোমার কাঙ্গালী গো সুন্দরী রাধা লিরিক্স | Ami tomar kangal goo lyrics

আমি তোমার কাঙ্গালী গো সুন্দরী রাধা লিরিক্স

Ami tomar kangal goo lyrics

আমি তোমার কাঙ্গালী গো সুন্দরী রাধা,

আমি তোমার কাঙ্গালী গো |

তোমার লাগিয়া কন্দিয়া ফিরে,

হাছন রাজা কাঙ্গালী গো ||

তোমার প্রেমে হাছন রাজার, মনে হুতাশন |

একবার আসি হৃদকমলে, করয়ে আসন ||

আইস আউস প্রাণ প্রিয়সী ধরি তোমার পায় |

তোমায় না দেখিলে আমার, জ্বলিয়ে প্রাণ যায় ||

ছট্ ফট্ করে হাছন, তোমার কারণ |

ত্বরা করি না আসিলে হইব মরণ ||

কান্দে কান্দে হাছন রাজা পড়ে আছাড় খাইয়া |

শীঘ্র করি প্রাণ প্রিয়সী, কোলে লও উঠাইয়া ||

কোলে ঠান্ডা হইব, হাছন রাজার হিয়া |

সব দুঃখ পাসরিব, চান্দ মুখ দেখিয়া ||

হিন্দুয়ে বলে তোমায় রাধা, আমি বলি খোদা |

রাধা বলিয়া ডাকিলে, মুল্লা মুন্সিয়ে দেয় বাধা ||

হাছন রাজা বলে আমি, না রাখিব যুদা |

মুল্লা মুন্সির কথা যত সকলই বেহুদা ||

আমি তোমায় ডাকি গুরু হে

আমি তোমায় ডাকি গুরু হে

ডাক দিলে ডাক শুনো না ।

সাধন-ভজন কিছুই জানি না ।।

গুরু গুরু আমি তোমার অধম ভক্ত

লোহা হতে অধিক শক্ত

আগুন দিলে লোহা গলে

গুরু আমার মন তো গলে না ।।

ভাইবে রাধারমণ বলে ভবে আইলাম অকারণে

আমার মনের এই বাসনা, গুরু রাঙাচরণ ছাড়ব না।।

আমি দুগ্ধ তুমি মাখন, আমি পাথর তুমি আগুন

আমি দুগ্ধ তুমি মাখন, আমি পাথর তুমি আগুন

আমি ফুল তুমি ঘ্রাণ — রাখছি জাত সিফাতে

চাঁদের চাঁদনী যেমন, সূর্যের মধ্যে ধূপের কিরণ।

আবের মধ্যে বিজলি গোপন, এইরূপে রয় জাত সিফাতে

জাতে সিফাত সিফাতে জাত, আমি তুমি নয়কো তফাত

তুমি আছ নসরের সাথ, খেতে শুতে পথে যেতে।

Leave a Comment