জলে যাইও না গো রাই লিরিক্স Jole jio nago ray lyrics বিকৃত রূপ

জলে যাইও না গো রাই লিরিক্স

Jole jio nago ray lyrics

বিকৃত রূপ :-

 

জলে যাইও না গো রাই

আজ কালিয়ার জলে যাওয়ার

জাতের বিচার নাই।।

ভঙ্গি করি দাঁড়ায় আছেন

বিনোদ-কানাই

যৌবত নারী দেখলে পরে

আঁড় নয়নে চাই

কি সুন্দর শাম রাই

শাম রাই, ভোমরায়

ঘুইরা ঘুইরা মধু খায় ।।

নিত্তি নিত্তি ফুল বাগানে

ভ্রমর আইসা মধু খায়

আয় গো ললিতা সখি

আবার দেখি পুনরায়।।

মুখে হাসি হাতে বাশিঁ

বাজায় বা বন্ধুয়ায়

চাদ বদনে প্রেমের রেখা

কি বা শোভা দেখা যায় ।।

ভাইবে রাধারমণ বলে

পাইলাম না রে হায় রে হায়

পাইতাম যদি প্রান বন্ধুরে

রাখতাম রে পিঞ্জিরায়।।

Leave a Comment