ইসলামিক স্ট্যাটাস ফেসবুক

ইসলামিক স্ট্যাটাস ফেসবুক

 

মোনাজাতে ঝড়ে পড়া চোখের পানি কখনো বিফলে যায়না,

হযরত মুহাম্মদ (সঃ)

 

 

 

প্রত্যেক বিশ্বাস ঘাতকের জন্য

কেয়ামতের দিন একটা করে

পতাকা থাকবে, যার দ্বারা

বিশ্বাসঘাতক চেনা যাবে।

আল কোরআন।

 

 

 

ইসলামিক ছোট স্ট্যাটাস

হযরত মোহাম্মদ (সঃ) একটা সুন্নত পালন করলে ।

– ১০০ জন শহিদের সওয়াব।

 

 

 

তুমি তোমার মা‘কে খুশি রাখো।

আল্লাহ তোমাকে খুশি রাখবেন।

–হযরত মুহাম্মদ (সঃ

 

 

 

পানি বসে খাওয়া সুন্নত ।

হযরত মুহাম্মদ (সা:)

 

 

 

আরও পড়ুন:

জুম্মা মোবারক স্ট্যাটাস

ছেলেদের ইসলামিক নাম

 

 

 

ভয় পেও না আমি তোমাদের সাথেই আছি,

আমি সব শুনি এবং দেখি।

– আল-কুরআন।

 

 

 

– সর্বোত্তম জিকির হলো ।

– লা ইলাহা ইল্লাল্লাহ

– সহিহ বুখারী [৩৩৮৩]

 

 

 

মিথ্যা হতে দূরে থাক কেননা

 

 

মিথ্যা চেহারাকে কালো করে দেয়।

 

– হযরত মুহাম্মদ (সা:)

 

 

 

ইসলামিক ছোট স্ট্যাটাস

 

– LOVE রিয়েক্ট ছাড়া আর কিছু হবে না।

 

– হযরত মোহাম্মদ (সাঃ) এর জন্য।

 

 

 

আল্লাহর জন্য নিজেকে পরিবর্তন করো।

 

– দেখবে খারাপ সময়গুলো ও আল্লাহর।

 

পক্ষ হতে রহমত মনে হবে।

 

 

 

– যখন বান্দার জ্বর হয়,

 

তখন গুনাহ গুলো ঝড়ে পড়তে থাকে।

 

– হযরত মুহাম্মদ(সাঃ)

 

 

ইসলামিক স্ট্যাটাস ফেসবুক

– দেহের রোগের ঔষধ ফার্মেসিতে থাকলেও।

 

– মনের রোগের ঔষধ আল কোরআনে আছে।

 

 

 

আরও পড়ুন: জুম্মা মোবারক ফটো পিকচার

 

 

 

তোমারা শুক্রবারকে ভয় করো।

 

কারণ কোনো এক শুক্রবারে কিয়ামত হবে।

 

–হযরত মুহাম্মদ(সাঃ)

 

 

 

সুখী সেই তো যে পাঁচ ওয়াক্ত।

 

নামাজে পরো আর ।

 

কোরআন তেলোয়াত করে।

 

 

 

– ফজরের নামাজ বিহীন।

 

– একটি সকাল কখনোই শুভ হতে পারে না।

 

 

 

–ইসলাম একমাত্র ধর্ম।

 

যেখানে হাসলে সওয়াব,

 

 

কাঁদলে গুনাহ্ মাফ।

 

–সুবহানআল্লাহ

 

 

 

180 কোটি মানুষের কলিজার টুকরা

 

আমাদের প্রিয় নবী ।

 

–হযরত মুহাম্মদ (সাঃ)

 

 

 

শেষ বিচারের দিন।

 

আমাদের জন্য একমাত্র

 

সুপারিশকারি।

 

হযরত মোহাম্মদ (সাঃ)

 

 

 

যার চরিত্র নিয়ে মহান আল্লাহ তালা প্রসংশা করে ছিলেন।

 

তিনি হলেন হযরত মুহাম্মদ(সা:)

 

 

 

আপনি যতোই সরল পথে চলুন,

 

তারপরও কিছু মানুষ আপনি এমন পাবেন,

 

যারা আপনার বাঁকা ছায়া নিয়েও সমালোচনা করবে।

 

– শায়খ আহমাদ মূসা জিবরিল (হাফিযাহুল্লাহ)

 

 

 

আরও পড়ুন: ছেলে শিশুর ইসলামিক নাম এ দিয়ে

 

 

 

– শুক্রবার মানেই গুনাহ মাপের আরো একটি সুযোগ!

 

– জুম্মা মোবারক

 

 

 

আরও পড়ুন: মেয়েদের ইসলামিক নাম বাংলা অর্থসহ

 

 

 

দুপুরে খাওয়ার পর কিছুক্ষণ শুয়ে থাকা সুন্নত!

 

– হযরত মুহাম্মদ (সাঃ)

 

 

 

– কিউট তো সেই ছেলে মেয়ে গুলো।

 

– যারা নিয়মিত।

 

– পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে।

 

 

 

– সর্বশ্রেষ্ঠ ধর্ম পাইছি

 

– সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী পাইছি ।

 

– সৌভাগ্য প্রকাশের জন্য আর কি চাই ।

 

 

 

দোয়া ব্যাতিত কোন কিছুই

 

ভাগ্য কে পরিবর্তন করতে পারে না।

 

–হযরত মুহাম্মদ (সাঃ)

 

 

 

নিয়মিত নামাজ মানুষের রিজিক বৃদ্ধি করে।

 

আলহামদুলিল্লাহ

 

 

 

– এমন চরিত্রের কাউকে বিশ্বাস করোনা।

 

– যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেনা।

 

– হযরত উমার (রাঃ)

 

 

 

– আযান দিলে মসজিদে যাও।

 

– হয়তো আল্লাহ তোমাকে শেষ বারের মতো ডাকছে।

 

 

 

– কোরআন বুঝে পড়লেও সওয়াব।

 

– কোরআন না বুঝে পড়লেও সওয়াব।

 

– কোরআন পড়া শুনলেও সওয়াব।

 

– সুবাহানাল্লাহ

 

 

 

হাসবুনাল্লাহু ওয়া নি‘ মাল ওয়াকিল।

 

– আমার জন্য আমার আল্লাহ্‘ই যথেষ্ট ।

 

 

 

দৈনিক পাচঁ ওয়াক্ত।

 

–নামাজ পড়া মানুষগুলোর

 

উপর আল্লাহর রহমত থাকে।

 

 

 

– একজন মুমিন-ই জানে।

 

 

– মুসলিম হয়ে জন্ম নেওয়াটা কত ভাগ্যের।

 

 

 

জান্নাতের প্রথম দরজা খুলবেন।

 

–হযরত মুহাম্মাদ (সাঃ)

 

 

 

– আল্লাহ চাইলে আমাকে আরো খারাপ রাখতে পারতো।

 

– আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।

 

 

 

নামায পড়তেই থাকুন।

 

হতাশ হবেন নাহ।

 

বিশ্বাস রাখুন আল্লাহ সব কষ্ট

 

দূর করবেন।

 

 

 

বর্তমানে আমরা যেটাকে ক্রাশ বলি।

– রাসূল (সাঃ) সেটাকে

চোখের জিনা বলেছেন।

 

 

 

রাসূল (ﷺ) বলেনঃ-

জান্নাতি লোক হবে দুনিয়াতে দূর্বল, মাজলুম; আর জাহান্নামীরা হবে অবাধ্য ঝগড়াটে ও অহংকারী।

_|বুখারীঃ৬২০২|

 

 

 

– ফজরের নামাজ পড়লে দেহে ও আত্মার শান্তি মিলে।

– আলহামদুলিল্লাহ

 

 

 

–কবর কারো জন্য জান্নাতের বাগান হবে।

–আর কারো জন্য জাহান্নামের গর্ত।

আল-হাদিস

 

ইসলামিক স্ট্যাটাস ফেসবুক, Join Our Facebook Page

 

–দিন শেষে আযানের মধুর ধ্বনিতে।

—এক গ্লাস পানিই বলে দেয়।

–ইসলাম কতটা শান্তির।

 

ইসলামিক স্ট্যাটাস ফেসবুক, meyeder islamic name | মেয়েদের ইসলামিক নাম

ইসলামিক স্ট্যাটাস,

ইসলামিক স্ট্যাটাস পিকচার ২০২২,

ইসলামিক স্ট্যাটাস বাংলা 2022,

ইসলামিক স্ট্যাটাস পিকচার ডাউনলোড,

ইসলামিক স্ট্যাটাস ফেসবুক,

ইসলামিক স্ট্যাটাস ২০২২,

ইসলামিক স্ট্যাটাস পিকচার,

ইসলামিক স্ট্যাটাস ভিডিও

Leave a Comment