আমার ঘরে কোন এক পাখি
আমার ঘরে কোন এক পাখি
বসত করে যায়
ধরতে গেলে দেয়না ধরা
করি কি উপায়
আঁখির কোনে পাখির বাসা
নীড়ে থাকে এই মোর আশা
পাখি ফিরে যেন চায়
আশা ছিল মনে মনে
বাঁধবো বাসা ঘরের কোনে
আমার আশার মুখে ছাই
আমায় ছেড়ে পাখি যেন
কখনো না যায়
আমার ঘরে কোন এক পাখি
বসত করে যায়
ধরতে গেলে দেয়না ধরা
করি কি উপায়
আঁখির কোনে পাখির বাসা
নীড়ে থাকে এই মোর আশা
পাখি ফিরে যেন চায়
আশা ছিল মনে মনে
বাঁধবো বাসা ঘরের কোনে
আমার আশার মুখে ছাই
আমায় ছেড়ে পাখি যেন
কখনো না যায়